ঢাকা (সকাল ১১:৫৩) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন ২২২৫ বার পঠিত

রাসেল মুরাদ রাসেল মুরাদ Clock শুক্রবার রাত ০২:২৬, ৮ এপ্রিল, ২০২২

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বেকম্যানস্ সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ২ই মার্চ ২০২২ এ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ফাইনাল পর্বের বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ মেডেল প্রদান করা হয়। এছাড়াও প্রতিটি ভেন্যু প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য সম্মাননা ক্রেস্ট, ক্যাম্পাস প্রতিনিধিদেরও ক্রেস্ট প্রদান করা হয়।

বেকম্যানস্ এর পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী মোঃ এম এ মান্নান। তিনি নতুন প্রজন্মের ২১ শতাব্দীর শিক্ষার্থীদের ভাষা শিক্ষা গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো বেকম্যানস্ সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগের অংশগ্রহণ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ বেকারস এর পরিচালক এস. কে জামিল উদ্দীন; যিনি আশ্বাস প্রদান করেন যে, ভাষাভিত্তিক এমন আয়োজনে ভবিষ্যতেও তাদের পাশে পাবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

আরও উপস্থিত ছিলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইংলিশ এন্ড মডার্ণ ল্যাঙ্গুয়েজেস এর চেয়ারম্যান আ ক ম রহমান ভূইয়া, স্কুল অব হিউম্যানিটিস এন্ড সোশ্যাল সার্ভিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আব্দুর রব খান, ভাইস চ্যান্সেলর অধ্যাপক আতিকুল ইসলাম, প্রো ভাইস চ্যান্সেলর ড. মোঃ ইসমাইল হোসেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ আজিম উদ্দীন আহমেদ, কোষাধ্যক্ষ এবিএম রাশেদুল হাসান-যাদের পদচারণা এবং অনুপ্রেরণামূলক বাণী অনুষ্ঠানকে বার্তাবহ করে তুলেছিল।

অতিথিরা সকলেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ডিপার্টমেন্ট অফ ইংলিশ এন্ড মর্ডান ল্যাংগুয়েজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান এমন একটি আন্তর্জাতিক মানের ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াড আয়োজনের জন্য।

আয়োজিত অনুষ্ঠানে আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলীরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় নির্বাচন পর্ব, সেমি ফাইনাল পর্ব এবং ফাইনাল পর্বের সফল পরিসমাপ্তির সাথে সাথে যাত্রা শেষ হলো বেকম্যানস্ সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ ২০২২ এর। ভাষাভিত্তিক দেশের সবথেকে বড় অলিম্পিয়াড বেকম্যানস্ সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ ২০২২। যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালে। তবে ২০২২ সালের এই পর্বটি হয়ে উঠেছে আরও বেশি জমকালো।

এবছরের বেকম্যানস্ সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ ২০২১ সালের ডিসেম্বরে মাসে শুরু হয়েছিল এবং চলতি মাসে শেষ হয়েছে।

এইবারের অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ছিল মোট ৩০,০০০। সারা দেশ থেকে জাতীয পর্যায়ে ইংরেজি এবং বাংলা বিভাগে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ২৯,০০০ জন। অনলাইনে ফারসি, চীনা এবং জার্মান ভাষায় আন্তর্জাতিক পর্যায়ে ১০০০ জন অংশগ্রহণকারী ছিল। পাঁচটি ভাষায় সর্বমোট ৩৬০টি মেডেল দেওয়া হয়।

সারা বাংলাদেশে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়সহ সর্বমোট ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তায়, দেশের ৪০টি জেলা ব্যাপী আয়োজিত প্রায় ৮টি বিভাগ থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের  নির্বাচন করা হয়েছিল।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT