ঢাকা (বিকাল ৪:৩৫) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল “বেকম্যান’স সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ”

শিক্ষাঙ্গন ২৪৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার বিকেল ০৪:৩৩, ২০ ডিসেম্বর, ২০২১

‘ভাষার কৃতিত্ত্ব’ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে ডিপার্টমেন্ট অব ইংলিশ এন্ড মডার্ণ ল্যাঙ্গুয়েজেস এর আয়োজনে এবং আকিজ বেকার্স লিমিটেডের বিস্কিট ব্র্যান্ড বেকম্যানস এর পৃষ্ঠপোষকতায় শুরু হতে যাচ্ছে ‘বেকম্যান’স সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ’।

গতকাল ১৯ ডিসেম্বর,২০২১, রবিবার, বিকাল ৩ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ লীগের উদ্বোধন করা হয়।

বাংলাদেশের সবচেয়ে বড় ভাষাভিত্তিক অলিম্পিয়াড এই ল্যাঙ্গুয়েজ লীগ। সারা দেশ ব্যাপী ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী এতে অংশ নেবে এবং এটি উন্মুক্ত থাকবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। বাংলা, ইংরেজি, চাইনিজ, ফ্রেঞ্চ, জার্মানসহ পাঁচটি ভাষার ওপর শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা হবে এই প্রতিযোগিতায় যা বয়সসীমার ভিত্তিতে চারটি ভাগে বিভক্ত থাকবে। আন্তর্জাতিক পর্যায়ের এই শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অনলাইনে অংশ নিতে পারবে এবং এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বাংলাদেশের নির্বাচিত ৩২টি ভেন্যুতে। পরবর্তীতে বিভাগীয় বাছাই পর্বের বিজয়ীরা সুযোগ পাবে সেমিফাইনাল এবং ফাইনালে অংশ নেবার, যা অনুষ্ঠিত হবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে।

বেকম্যান’স সেকেন্ড ইন্টারন্যাশাল ল্যাঙ্গুয়েজ লীগের সম্মেলনে উপস্থিত থেকে আকিজ বেকার্স লিঃ এর পরিচালক শেখ জামিল উদ্দীন বলেন,”আমরা ভাষার জন্য জীবন দিয়েছি। যার স্বীকৃতিস্বরূপ সারাবিশ্বে আমাদের শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। তাই একের অধিক ভাষা নিয়ে এমন উদ্যোগ আমাদের দেশে নেওয়া নিঃসন্দেহে খুবই আনন্দের ব্যাপার। আমরা জাতি হিসেবে যেমন নিজের মায়ের ভাষা চর্চাকে সবার আগে গুরুত্ব দেই, একইসাথে এই বিশ্বায়নের যুগে সারা বিশ্বের বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি থেকেও সেরাটা নেওয়ার চেস্টা করি। যার প্রতিফলন আমরা ল্যাঙ্গুয়েজ লীগে দেখবো”।

এছাড়াও ল্যাঙ্গুয়েজ লীগ সম্পর্কে আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোঃ শফিকুল ইসলাম তুষার বলেন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগের মত উদ্যোগে সারাবিশ্বের সাথে বাংলাদেশের জ্ঞানভিত্তিক, সাংস্কৃতিক ইত্যাদি যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। এরকম একটা আয়োজনের সাথে বেকম্যান’স এর সম্পৃকতা আমাদর জন্য খুবই আনন্দের।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ ইসমাইল হোসেন। তিনি বলেন,”বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ভাষাভিত্তিক প্রতিযোগিতা বেকম্যান’স সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ আয়োজন করতে পেরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় গর্ববোধ করে। ভাষা চর্চায় আমরা একধাপ এগিয়ে যাচ্ছি।”

এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল অব হিউ্যানিটিস এন্ড স্যোশাল সায়েন্সের ডিন প্রফেসর ডঃ আব্দুর রব। তিনি বলেন,”বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর মাসে ভাষার ব্যাপ্তীকে ছড়িয়ে দিতে, ভাষাভিত্তিক দক্ষতা যাচাইয়ের মহতী উদ্যোগ নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইংলিশ এন্ড মডার্ণ ল্যাঙ্গুয়েজেস আয়োজন করেছে ‘বেকম্যান’স সেকেন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ ২০২১। আমরা সাধুবাদ জানাই এই ল্যাঙ্গুয়েজ লীগের যাত্রায় যারা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পাশে আছেন, তাদের সহযোগিতায় ল্যাঙ্গুয়েজ লীগের এই যাত্রা আরও সাফল্যমন্ডিত হবে বলে আশা রাখি।

এছাড়াও উপস্থিত ছিলেন, ডিপার্টমেন্ট অব ইংলিশ এন্ড মডার্ণ ল্যাঙ্গুয়েজেস এর চেয়ারম্যান ডঃ আ ক ম রহমান ভূইঁয়া এবং সিনিয়র লেকচারার মেহেদী হাসান সহ আকিজ বেকার্স লিমিটেডের কর্মকর্তা,কর্মচারীগণ।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT