ঢাকা (বিকাল ৫:২০) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


নওগাঁয় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock সোমবার রাত ১১:৫৭, ২৩ ডিসেম্বর, ২০১৯

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বিয়াম ল্যাবরেটরী স্কুলে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফ-এর অর্থায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসুচির আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী এই প্রতিযোগিতার আয়োজন করে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ। প্রতিযোগিতার মূল আকর্ষন ছিল পল্লী গীতি, দেশের গান, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিশেষ করে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পল্লী গীতি ও দেশের গান নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক শরিফুর রহমানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, নওগাঁ সরকারি কলেজের প্রভাষক রেশমা পারভিন, মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল রানা, পরিচালক এরফান আলী এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির কর্মকর্তা আব্দুর রউফ পাভেল। প্রতিযোগিতায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT