ঢাকা (রাত ৩:৫৬) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ধর্মপাশায় সম্প্রতি প্রয়াত উপজেলা আওয়ামী লীগের নেতাদের স্মরণে শোক সভায় এমপি রতন

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock সোমবার রাত ০৮:২২, ২১ সেপ্টেম্বর, ২০২০

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সোমবার বিকেল সাড়ে চার টার দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য  শওকত আলী আহমদ, আজিজুল হক পিকে,আবদুর রশিদ আজাদ , উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলমগীর কবীর,  সহ সভাপতি তোফাজ্জল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বদর উদ্দিন তালুকদার সম্প্রতি মৃত্যুবরণ করায় তাঁদের স্মরণে এই স্মরণ সভার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ  মোয়াজ্জেম হোসেন রতন এই সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবরের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মনীন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল হাই তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান,উপজেলা যুবলীগের সহ সভাপতি ফরহাদ আহমেদ উপজেলা যুবলীগের সাবেক যুগ্মআহ্বায়ক শাহ আবদুল বারেক ছোটন সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT