দুস্থদের হাতে অর্থ সহায়তা প্রদান করলো দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি
ইবাদুর রহমান জাকির,সিলেট বুধবার রাত ০১:৫২, ১২ মে, ২০২১
মানবিক সেবা, শিক্ষা, সামাজিক উন্নয়ন ও অনুপ্রেরণামূলক কাজের প্রত্যয়ে কাজ করা সংগঠন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুর ইউনিয়নের প্রবাসী সংগঠন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও দৌলতপুর গ্রামবাসীর পরিচালনায় চরিয়া,কবিরা,ভাগল,পকুয়া,কান্দিগ্রাম দৌলতপুর গ্রামের নিন্ম আয়ের মানুষদের নগদ সহায়তা প্রদান করেছে।
(১১মে মঙ্গলবার) দুপুর ঈদুল ফিতরকে সামনে রেখে এলাকার ২০০টি পরিবারের হাতে ১৫০০/= এক হাজার পাঁচশত টাকা হারে দৌলতপুর প্রাথমিক বিদ্যালয় হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অর্থের খাম প্রদান করা হয়।
মাওলানা কমর উদ্দীন বাদশা সঞ্চালনায় প্রবীন মুরুব্বি হাজী ইলিয়াছ আলীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরুব্বি হাজী আব্দুল আহাদ মানিক,বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন পংকি,হাজী আকবর হোসেন,হাজী আজির উদ্দিন সুনু, এনাম উদ্দিন (এনাই),ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সেক্রেটারী আজাদ আহমদ, হাজ্বী লুৎফর রহমান ,আবুল হোসেন,ফয়জুর রহমান, খছরুজ্জামান,বেলাল আহমদ, আতিকুর রহমান,সুহেল আহমদ,মস্তাক আহমদ শাহেল, তায়েফ আহমদ,আবু সুফিয়ান রুহান,আবু রেদওয়ান আহমদ।
অতিথিরা বলেন, প্রবাসীরা করোনাকালীন সময়ে কর্মহীনভাবে নানাবিদ সংকটে আছেন। কিন্তু তারপরও দেশের অসহায় মানুষের কথা চিন্তা করে সব সময় সাহায্য সহযোগিতা সহ সমাজ উন্নয়নে সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন।
দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি প্রদত্ত এই সহায়তা সত্যিকার অর্থে এইসব সুবিধাবঞ্চিতদের রমজান মাসে মুখে হাসি ফুঁটাবে।তিনি এরকম মহতি উদ্যোগের জন্য দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।