ঢাকা (দুপুর ১২:০০) রবিবার, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শনিবার রাত ১০:৪৫, ২০ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক দুটি অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

 

শনিবার (২০ ডিসেম্বর)দুপুরে গ্রেপ্তারকৃত বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত চার আসামীকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

পুলিশ জানায়, শুক্রবার(১৯ ডিসেম্বর)গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার বিভিন্ন এলাকায় দাউদকান্দি মডেল থানার এএসআই রিপন মিয়া ও এএসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আবু সুফিয়ান ও মো. রাসেল৷অপরদিকে এএসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. জহিরুল ইসলামকে গ্রেফতার করেন।

 

অন্যদিকে এএসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. শাওন (২৪)কে গ্রেফতার করেন।

 

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এম আব্দুল হালিম জানান, গ্রেফতারকৃত চার আসামিকেই আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে দুপুরে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT