জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার
রায়হান জামান,কিশোরগঞ্জ বুধবার ১২:০৫, ২১ অক্টোবর, ২০২০
কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদের উপ-নির্বাচন চলাকালে জাল ভোট দেওয়ার অভিযোগে একটি কেন্দ্র থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) জালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়। জাল ভোট দাতা গ্রেফতারকৃত এই যুবকের নাম তানভীর হাসান মুন্না।
কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাগুপ্তা হক বিষয়টি নিশ্চিত করে জানান, জাল ভোট দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালতে তাকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
প্রিজাইডিং অফিসার এন এম বদরুজ্জামান তালুকদার জানান,সকাল ৮টা থেকে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলেছে বিকেল ৪টা পর্যন্ত। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য ভোট কেন্দ্রগুলোতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব, আনসার, বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।