ঢাকা (সন্ধ্যা ৬:২৯) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


জাতীয় প্রতিযোগিতায় ইবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী চ্যাম্পিয়ন 

রাসেল মুরাদ রাসেল মুরাদ Clock বৃহস্পতিবার দুপুর ০২:৩৭, ৮ এপ্রিল, ২০২১

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোর দিশা বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কতৃক আয়োজিত হলো ‘জাতীয় বুক রিভিউ ও সিনেমা রিভিউ প্রতিযোগিতা-২১’। গত ৪ মার্চ থেকে শুরু করে ২৬ মার্চ পর্যন্ত চলে এর কার্যক্রম এবং ১ এপ্রিল ফলাফল ঘোষণা করা হয়।

জানা যায়, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত শত প্রতিযোগীদের মধ্যে সিনেমা রিভিউতে একজন ও বুক রিভিউতে একজন চ্যাম্পিয়ন সহ মোট দশ জনকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে সিনেমা রিভিউ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্থাৎ চ্যাম্পিয়ন হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যাবস্থাপনা বিভাগের মেধাবী শিক্ষার্থী মাহমুদা টুম্পা। তিনি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তিনি বলেন, ‘জাতীয় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সত্যি নিজেকে যাচাই করতে পেরে অনেক ভালো লাগছে। কখনও ভাবিনি প্রথম হবো তবে আত্মবিশ্বাস ছিলো হয়তো পুরস্কার পাবো। সত্যি আমি খুব আনন্দিত ও উচ্ছ্বসিত। এমন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য  আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ ও সংগঠনের জন্য শুভকামনা রইলো।’




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT