ঢাকা (রাত ১০:৪৭) বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছন্দ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ০২:৩৭, ৬ জুলাই, ২০২১

ছন্দের পিছু

মোঃ বুলবুল হোসেন

 

ভালো মন্দের ধার ধারি না

সবি হয় যে বাহার,

কথার মাঝেও মিল পাইনা

তবুও নাম তাহার।

 

সবাই দেখি অঙ্কন করে

মানবতার ছবি,

তাই না দেখে শতো কথা

লিখে চলে কবি।

 

সুখে দুখের কতো স্মৃতি

মনটা লিখতে বলে,

ভালো কিছু করলে পরে

তোমার কেনো জ্বলে।

 

মিষ্টি হেসে বলে সবাই

আমি নাকি কবি,

সত্য কথা লিখে যাবি

বলছে দাদু রবি।

 

 নকশা বিহীন তৈরি হয়না

তোমার বাড়ির কিছু,

ছন্দ ছাড়া হয়না কবিতা

ছুটি ছন্দের পিছু।

 

তোমার কথা লিখবো আমি

মনে ছিল আশা,

এত ভালো লিখছি কিছু

বললে তুমি খাসা।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT