ঢাকা (রাত ৮:২৬) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়িতে বৃক্ষরোপণ করলেন পুলিশ সুপার

অন্যান্য ২৩৫৫ বার পঠিত

মো: জহিরুল ইসলাম জনি, চুয়াডাঙ্গা মো: জহিরুল ইসলাম জনি, চুয়াডাঙ্গা Clock বুধবার রাত ০৯:১৯, ২৬ আগস্ট, ২০২০

“গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই শ্লোগানকে সামনে রেখে পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মোঃ জাহিদুল ইসলাম বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ করেন। পুলিশ সুপার এর নির্দেশনায় “সদর ট্রাফিক পুলিশের আয়োজনে”  ২৬শে আগস্ট দুপুরে চুয়াডাঙ্গা “সদর পুলিশ ফাঁড়ি” প্রাঙ্গনে  আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ২৮টি ফলজ গাছের চারা রোপন করেন।
 এসময় পুলিশ পরির্দশক (প্রশাসন), শহর ও যানবাহন জনাব মোঃ ফকরুল আলম, সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ আবু সাঈদ, পুলিশ পরির্দশক, শহর ও যানবাহন জনাব মোঃ আহসান হাবীব, মোঃ মোস্তাফিজুর রহমানসহ পুলিশে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার, চুয়াডাঙ্গা তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। যা পরিবেশের ভারসাম্য রক্ষাসহ আমাদের জীবনকে সচল রাখতে অগ্রণী ভুমিকা পালন রাখে। পৃথিবীকে আগামী প্রজম্মের বসবাসের উপযোগী করতে বৃক্ষরোপনের বিকল্প নাই। সেই নৈতিক দায়িত্ববোধ থেকেই বৃক্ষরোপন উদ্যোগ গ্রহণ করা হয়েছে মর্মে পুলিশ সুপার অভিমত ব্যক্ত করেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT