চাঁপাইনবাবগঞ্জ ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউটের সভা ও বনভোজন অনুষ্ঠিত
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ শনিবার রাত ১১:২৮, ২০ ফেব্রুয়ারী, ২০২১
উপসহকারী কৃষি কর্মকর্তাদের সংগঠন ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ-ডিকেআইবি’র চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার বিশেষ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
শনিবার কল্যানপুর হটিকালচার সেন্টারে আয়োজিত সভায় যথাক্রমে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি রবিউল ইসলাম ও সম্পাদক আতাউর রহমান। উপজেলা সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক আহমেদ আবু আল আমিন আপেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা সাংগঠনিক সম্পাদক মো. আজম আলী, উপজেলা যুগ্ম সম্পাদক মো. গোলাম আজম, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান প্রমুখ। সভায় আয়-ব্যয়ের হিসেব উপস্থাপন করেন উপজেলা অর্থ সম্পাদক নবাব আলী।
অনুষ্ঠানে অর্ধশতাধিক উপসহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।