ঢাকা (রাত ২:৩৩) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে হয়রানির অভিযোগে বিজিবি ও ইউপি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার বেলা ১২:৫৭, ২৯ নভেম্বর, ২০২০

মিথ্যা ও বানোয়াট মাদক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও এক ইউপি সদস্যদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর এলাকাবাসীর আয়োজনে শনিবার সন্ধ্যায় জেলা শহরের বিশ্বরোড মোড়ের একটি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ৫৯ বিজিবি ব্যাটলিয়নের নামোচাকপাড়া বিওপি’র নায়েক সুবেদার রেনু ও শাহবাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য অলিদ হাসানের বিরুদ্ধে মিথ্যা মাদক মামলা দিয়ে হয়রানির অভিযোগ করা হয়।

এ সময় লিখিত বক্তব্যে উত্তর চাঁদপুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. মেসের আলীর ছেলে শাহরিয়ার কামাল ডালিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আদর্শে উজ্জীবীত হয়ে দীর্ঘদিন ধরে পুলিশ, র‌্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীকে বিভিন্ন অবৈধ কার্যক্রম, মাদক পাচার, বিক্রি ও চোরাচালানের তথ্য দিয়ে সহায়তা করলেও সরকারী বাহিনী মাদক ব্যবসায়ীদের সাথে আঁতাতা করে বারবার আমাকে ও আমার পরিবারকে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে হয়রানি করে আসছে। কিন্তু আমার দেয়া তথ্যের ভিত্তিতেই গত প্রায় আড়াই মাস আগে ইউপি সদস্য অলিদ হাসানের জামাই ইসমাইলকে আজমতপুরে তার নিজ বাড়ি হতে জঙ্গি সন্দেহে অবৈধ অস্ত্রসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ এবং অলিদ হাসানের ভাই জিয়াকে ৭৯১ বোতল ফেনসিডিলসহ একই ইউনিয়নের হঠাৎপাড়া হতে আটক করে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।

কিন্তু এই দুটি ঘটনায় ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য অলিদ হাসান বিজিবি’কে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে আমাদের গ্রামের বিভিন্ন নিরীহ মানুষের বিরুদ্ধে ৩টি মিথ্যা মাদক মামলায় ১৬জনকে আসামি করেছে। এসব মামলায় অযুহাতে ৫৯ বিজিবি ব্যাটলিয়নের নামোচাকপাড়া বিওপি’র নায়েক সুবেদার রেনুর নেতৃত্বে হয়রানি করার উদ্দেশ্য গত ২৭ অক্টোবর বিজিবি সদস্যরা শাহবাজপুর ইউনিয়নের শান্তিমোড় বাজার হতে রাত ১২ টার দিকে একই এলাকার সাদিকুল ইসলামের ছেলে শামীমের ২টি মোটরসাইকেল জব্দ কওে তাকে আটক করে।

পরে গত ৪ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ভোলামারী ছিড়া বাজার এলাকায় প্রতিবন্ধী শামীম ও মাসিদুলকে মারধর করে আটক করে বিজিবি সদস্যরা। এ সময় ৩টি মটরসাইকেল জব্দ করা হয়। এমনকি গত ২৬ নভেম্বর দুপুর ২টার দিকে ৫৯ বিজিবি ব্যাটলিয়নের নামোচাকপাড়া বিওপি’র নায়েক সুবেদার রেনুর নেতৃত্বে ও উপস্থিতিতে আমার বাড়িতে হানা দেয় বিজিবি। এ সময় আমার ভাইকে মারধর করার পর বিজিবি সদস্যরা ২ বোতল মদ ও ৬ বোতল ফেনসিডিল রেখে দেয় বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মেসের আলীর ছেলে শাহরিয়ার কামাল ডালিম আরো বলেন, বিজিবি’র এই কর্মকান্ডের সিসি ক্যামেরার ভিডিও রয়েছে আমাদের কাছে। বিজিবি সদস্যরা এসব মিথ্যা ও বানোয়াট মামলায় চাঁদপুর এলাকার নিরীহ সরল মানুষের উপর অমানবিক নির্যাতন, মারধর ও হয়রানী করছে। এমনকি ৫৯ বিজিবি’র অধিনায়ক ও অন্যান্য সদস্যরা রবিবার রাত ৯টা থেকে ১টার মধ্যে বাড়িতে না থাকলে আমার বাবা মুক্তিযোদ্ধা মেসের আলীকে আটক করবেন বলেও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। আর তাই সরকারী বাহিনীর এমন অমানবিক আচরনের প্রতিকার চেয়েই এই সংবাদ সম্মেলন করেছেন তিনি বলে উল্লেখ করেন।

এই মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে ৫৯ বিজিবি ব্যাটলিয়নের নামোচাকপাড়া বিওপি’র নায়েক সুবেদার রেনু জানান, মাদকসহ আটক একজনের কাছে পাওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি সূত্রে পাওয়া তথ্যে তাদের বিরুদ্ধে মামলা ও আটকের চেষ্টা করছে বিজিবি। তবে ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর এলাকার আব্দুর রাকিবের ছেলে মো. নয়ন আলী, মোজাহারের ছেলে ইসমাইল, ইসলাম আলীর ছেলে জুয়েল, জহরুল ইসলামের ছেলে নজরুলসহ আরো কয়েকজন এলাকাবাসী।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT