ঢাকা (রাত ৩:১২) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় পিকআপ চালক নিহত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:২৯, ৪ মে, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় পিকআপ চালক পিতা নিহত হয়েছেন। ঘটনায় পিকআপ চালকের পুত্রসহ আরো ২ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার পার্বত্তীপুর ইউনিয়নের মাধাইপুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নওগাঁ জেলার সাপাহার উপজেলার ইসলামপুর এলাকার মৃত তাফজুল ইসলামের ছেলে আব্দুল মাতিন (৫৫)।

আহত ব্যক্তিরা হলেন- নওগাঁ জেলার সাপাহার উপজেলার ইসলামপুর এলাকার আব্দুল মাতিনের ছেলে আবু বাক্কার (৩২) ও একই উপজেলার হাপানিয়া এলাকার আজিজুর রহমানের ছেলে কবির (৩৩)।

প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  দিলিপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি ট্রাক্টরের সাথে একটি ছোট পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় পিকআপে চালকসহ ৩ জন আরোহী ছিলেন। সংঘর্ষে পিকআপ চালক মাতিন রাস্তায় ছিটকে পড়ে গেলে তিনি মাথায় প্রচন্ড আঘাত পান ফলে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন।

অন্যদিকে পিকআপের দুই ব্যক্তি গুরতর আঘাত পেলে স্থানিয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফলে ফায়ার সার্ভিসের লোকেরা ওই দুজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এসআই আব্দুল আজিম ঘটনাস্থলে উপস্থিত আছেন। লাশ এখনও থানায় নিয়ে আসা হয়নি। এদিকে ট্রাক্টর ফেলে রেখে চালকসহ হেলপাররা পালিয়ে গেছে বলে জানান ওসি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT