চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বেসরকারী শিক্ষকদের মানববন্ধন
এস এম সাখাওয়াত জামিল দোলন বৃহস্পতিবার রাত ১০:০১, ২৭ জুলাই, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন ও পথসভা করেছেন শিক্ষকরা।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি-বাশিস ও মাদ্রাসা শিক্ষক সমিতি-মাশিস নাচোল শাখা এক বিশাল র্যালীর আয়োজন করে। র্যালীটি নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ ঘুরে নাচোল বাসস্ট্যান্ডে এসে মিলিত হয়।
এ সময় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে মুন্সি হয়রত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাশিস নাচোল শাখার সভাপতি তাজামুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মাশিস নাচোল শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, সাবেক সভাপতি (বাশিস) সাদিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ওবাইদুর রহমান, তৌফিকুর রহমান, শিক্ষক আজিজুল ইসলাম ও শাহীন বানু।
মানববন্ধনে শিক্ষকগণ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত সরকারিকরণ করে শিক্ষকদের পাঠদানে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা এখন সময়ের দাবি। শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে এক দফা এক দাবি নিয়ে রাজপথে নেমেছে। আর তাই দ্রুত এই দাবি বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মানববন্ধনে আসা শিক্ষকরা।
উল্লেখ্য, মানববন্ধনে উপজেলার ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহন করেন।