ঢাকা (সকাল ৯:০৮) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ব্যাঙ্গ চিত্র তৈরী ও প্রদর্শণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শনিবার সন্ধ্যা ০৭:১৫, ৩১ অক্টোবর, ২০২০

ফ্রান্স কর্তৃক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সাঃ) এর ব্যঙ্গ চিত্র তৈরী করে প্রদর্শণের প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারী কলেজের সামনে এই সকল কর্মসূচী পালন করেছে বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলা শাখা। এ সময় ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিন সাংগঠনিক জেলা শাখার সভাপতি মো. সালেহ সুলতান নিঝুম।

বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিন সাংগঠনিক জেলা শাখার সাধারন সম্পাদক মো. এমদাদুল হকের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আরীফুল ইসলাম, বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিন সাংগঠনিক জেলা শাখার সাবেক সহ-সভাপতি মো. ইয়াসিন আলী, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিন সাংগঠনিক জেলা শাখার সভাপতি মো. ইসমাইল হোসেন, বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক সভাপতি মাওলানা ওবাইদুল্লাহ বিন শাহজাহান বাখেরী প্রমুখ।

এ সময় বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কটাক্ষ করে ব্যাঙ্গ চিত্র প্রদর্শণ করার প্রতিবাদ জানিয়ে বলেন, ইহুদী রাষ্ট্র ফ্রান্স মুসলিমদের ধর্মানুভূতিতে জোড় আঘাত করেছে। তারা মুসলিমদের প্রাণ প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শণ করে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে। আর তাই ফ্রান্সের তৈরী বিভিন্ন কোম্পানীর ঔষধ, কলম, মবিল, পারফিউম, কসমেটিক্স, ঘড়ি, জুয়েলারী, জুতা, সিমেন্ট ও খাদ্য দ্রব্যসহ বিভিন্ন পণ্য পরিহারের জন্য জোড় দাবী জানানো হয় মানববন্ধন থেকে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT