ঢাকা (সকাল ৮:৩৪) রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পদ্মা সেতুতে স্প্যান বসানো শেষ হওয়ায় কৃষকলীগের শোভাযাত্রা

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার রাত ১১:২৬, ১০ ডিসেম্বর, ২০২০

পদ্মা নদীর ওপর বহু আকাংক্ষিত পদ্মা সেতু নির্মাণের সর্বশেষ ৪১ তম স্প্যান শেষ হবার মধ্য দিয়ে পুরো সেতু দৃশ্যমান হওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জেলা শহরে আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ কৃষকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্যরা।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারী কলেজের সামনে অবস্থিত মুজিব চত্বরে গিয়ে সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়।

এ সময় পথ সভায় জেলা কৃষকলীগের সভাপতি এ্যাডভোকেট মো. আব্দুস সামাদ বকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ- সভাপতি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আলহাজ্ব রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ-৩ সদও আসনের সাবেক সাংসদ মো.আব্দুল ওদুদ বিশ্বাস, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. মিজানুর রহমান মিজান, জেলা পরিষদ সদস্য মো. আব্দুল হাকিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনক।

এ সময় বক্তারা প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে পিতার পরে একজন কণ্যা শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন চিন্তা করেছেন তা আগে কথনো কোন সরকারের আমলে হয়নি। কারণ জাতির পিতার মতই বর্তমান প্রধানমন্ত্রী অন্যায়-দূর্ণীতির সাথে কখনো কোন আপোষ করেননি বলেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নতুন নতুন অবকাঠামো দৃশ্যমান হয়েছে এবং হচ্ছে।

এতদিন রাজধানী ঢাকার সাথে উত্তরবঙ্গের নৌ, সড়ক, রেল ও আকাশপথে যে সুন্দর যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে ঠিক সেভাবেই দেশের নিজস্ব অর্থায়নে চ্যালেঞ্জ নিয়ে স্বপ্নের পদ্মা সেতু নির্মিত হওয়ায় দক্ষিণবঙ্গের সাথে সড়ক ও রেলপথে যোগাযোগ সহজ হলো। আর তাই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে সকলকে বাংলাদেশ আওয়ামীলীগের পতাকাতলে সমবেত হবার আহবান জানানো হয় সমাবেশ থেকে। জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটোর সঞ্চালনায় এ সময় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সর্বশেষ ৪১ তম স্প্যান বসানোর মধ্য দিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতু দৃশ্যমান হলো।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT