ঢাকা (রাত ১২:৩৬) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock মঙ্গলবার রাত ১১:৩৮, ১৫ অক্টোবর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাস করতে পারেননি। সে হিসাবে প্রতিষ্ঠান দুইটি থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শতভাগ শিক্ষার্থী ফেল করেছেন বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত ফলাফলে পাওয়া গেছে।

 

শতভাগ অকৃতকার্য শিষক্ষা প্রতিষ্ঠান দুইটি হচ্ছে সদর উপজেলার সফিউর রহমান আইডিয়াল কলেজ এবং চকঝগড়– হাইস্কুল অ্যান্ড কলেজ।

 

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশিত ফলাফল বিশ্লেষণে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সফিউর রহমান আইডিয়াল কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় দুইটি বিভাগ থেকে অংশ নিয়েছিলেন মোট ১২ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেন ১ জন এবং মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেন ১১ জন। ফলাফলে তাদের কেউই পাস করতে পারেননি। অপরদিকে একই উপজেলার চকঝগড়– হাইস্কুল অ্যান্ড কলেজে কেবলমাত্র মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়া একমাত্র শিক্ষার্থীও হয়েছেন অকৃতকার্য।

 

এদিকে জেলার শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর আলিম মাদ্রাসা থেকে সাধারণ বিভাগে পরীক্ষায় অংশ নেয়া ১২ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৩ জন পাস করলেও বাকি ৯ জনই ফেল করেছেন। এছাড়া ২০০৫ সালে ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের ইমামনগর বাজার এলাকায় স্থাপিত ভোলাহাট কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩ জন শিক্ষার্থী। যাদের মধ্যে ১ জন পাশ করলেও ফেল করেছেন ২ জন। যেখানে প্রতিষ্ঠানটিতে রয়েছেন ১৭ জন শিক্ষক। এছাড়াও জেলার নাচোল উপজেলার ঝলঝলিয়া ইসলামি সমাজ কল্যাণ আলিম মাদ্রাসার সাধারণ বিভাগ থেকে আলিম পরীক্ষায় অংশ নেয়া ১০ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৫ জন। বাকিরা অকৃতকার্যের খাতায় নাম লিখিয়েছেন।

 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। এতে চাঁপাইনবাবগঞ্জের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা রেজাল্ট খারাপ করেছেন। খোঁজ নিয়ে উপানুষ্ঠানিক শিক্ষা বুরে‌্যার মাধ্যমে তাদের পাঠদানের সুযোগ করে দেয়ার চেষ্টা করা হবে। যাতে কেউ ঝরে না পরে। তাদেরও ভালো ফলাফল করার সুযোগ দেয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT