এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ বুধবার রাত ১০:৫২, ১১ নভেম্বর, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চলমান মাদক বিরোধী পৃথক পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ১২০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার কুমিরজান এলাকার মো. মোস্তফার ছেলে ফারুক (৩৯) এবং শিবগঞ্জ উপজেলার লক্ষীপুর বোগলাউড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে মো. মিনহাজ উদ্দিন (২২)।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলাহাট উপজেলার শিশা এলাকায় এসআই অনুপ কুমার সরকার ও এসআই মশিউর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ২ কেজি গাঁজাসহ ফারুককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এদিকে অপর এক অভিযানে একই দিন রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জের লক্ষ্মীপুর বোগলাউডি় এলাকায় এসআই আবু আব্দুল্লাহ জাহিদের নেতৃত্বে এসআই আসগার আলী ও এসআই আরিফসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ মিনহাজকে হাতেনাতে গ্রেপ্তার করে।
পরে ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ দুটি ঘটনায় ভোলাহাট ও শিবগঞ্জ থানায় প্রথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।