ঢাকা (সন্ধ্যা ৭:৫৩) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ডায়াবেটিক সমিতির আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার রাত ১০:৪৮, ১৫ ডিসেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রধান উদ্যোক্তা মরহুম প্রকৌশলী মো.নজরুল ইসলাম ও ডায়াবেটিক হাসপাতালের স্টাফ মরহুম তাইজুদ্দীন মন্ডলের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ফায়ার সার্ভিস সংলগ্ন ডায়াবেটিস সমিতির হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. আব্দুল হান্নান।

এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল ওয়াহেদ, সমিতির নির্বাহী সদস্য আলহাজ্ব মো.শামসুল হক, পরিচালক ডা. মো. দুররুল হোদা, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো.নাইমুল হক, প্রশাসনিক কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু।

বক্তারা উদ্যোক্তা মরহুম প্রকৌশলী মো. নজরুল ইসলাম ও স্টাফ মরহুম তাইজুদ্দীন মন্ডলের জীবনী নিয়ে ব্যাপক আলোচনা করেন। আলোচনা সভা শেষে সেন্ট্রাল জামে মসজিদের খতিব ও মুনসেফপুর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হুমায়ন কবির দোয়া পরিচালনা করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT