ঢাকা (বিকাল ৩:৪৭) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরনের উদ্বোধন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার দুপুর ০২:১২, ৩ সেপ্টেম্বর, ২০২০

খরিপ-২/২০২০-২১ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব বিতরনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এজেডএম নূরুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ ওঁরাও।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদাণ করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভা।
এ সময় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সলেহ আকরামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসিসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বক্তারা মাসকলাই বীজ ও সার বিতরনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বর্ষা মৌসুমে চারিদিকে যখন বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে, ক্ষতি হচ্ছে কৃষকদের জমির ফসল ও বীজ তলা, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ঠিক সেই মূহুর্তে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির উৎপাদন বাড়াতে ও কৃষকদের মুখে হাসি ফোটাতে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। আর তাই প্রকৃত কৃষকদের এই কর্মসূচীর আওতায় প্রাপ্ত বীজ ও সার সঠিকভাবে ব্যবহারের আহŸান জানানো হয় বিতরন অনুষ্ঠানে।

উল্লেখ্য, জেলায় এই প্রণোদনার আওতায় ৫ হাজার ২ শত কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হবে। এর মধ্যে শুধুমাত্র সদর উপজেলায় প্রায় ২ হাজার কৃষকের মাঝে এসব বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ৪০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি কলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT