ঢাকা (বিকাল ৪:৩৮) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে অমর একুশে বই মেলার উদ্বোধন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার দুপুর ০৩:৪৬, ২২ ফেব্রুয়ারী, ২০২১

ভাষা আন্দোলনের ৬৯ বছর পূর্তীতে এবং শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বই মেলার উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে সোমবার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু মঞ্চের পাশের আম বাগানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।

এ সময় বক্তারা বলেন, ভাষা আন্দোলন বাঙ্গালীর আত্মার সাথে ওতোপ্রোতোভাবে মিশে আছে। বাংলার মতো সুমিষ্ট ভাষা পৃথিবীর আর কোথাও নাই। এই ভাষাকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখতে আমাদের অবশ্যই বাংলা ভাষায় দক্ষ হতে হবে। এরই ফলশ্রুতিতে বলতে, লেখতে, পড়তে বাংলা ভাষার ব্যবহার বাড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় বই মেলার উদ্বোধন করা হলো। যেন আমাদের কোমলমতি শিশুরা বাংলার কর্ণধারদের লিখা ছড়া, কবিতা, নাটক ও উপন্যাসের বই পড়তে পারে। আর তাই বই মেলায় জেলার আপামর জনসাধারণকে এসে এর গুরুত্ব বুঝতে আহবান জাননো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা বেগম, বাংলাদশে আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাকিউল ইসলাম, নবাবগঞ্জ সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ, বণিক সমিতির পরিচালক মো. শহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারী রোববার থেকে শুরু হওয়া এই বই মেলা চলবে ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার পর্যন্ত। বই মেলায় ১৮টি স্টলে ভাষা শহীদ ও ভাষা নিয়ে লেখা এবং বঙ্গবন্ধুর জীবনী নিয়ে লেখা বিভিন্ন বই প্রদর্শিত হচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT