ঢাকা (রাত ৪:০৩) শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

খসড়া তালিকায় প্রকাশ করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock শনিবার সন্ধ্যা ০৬:৩০, ২ আগস্ট, ২০২৫

কুমিল্লা—১ (দাউদকান্দি—মেঘনা) আসন খসড়া তালিকায় পুনর্বহাল করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভা করেছে মেঘনা উপজেলা বিএনপি। সভায় নেতাকর্মীরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের ২০২৪ সালের কথিত নির্বাচনের অবৈধ আসন বণ্টনের প্রতিবাদ জানান এবং নির্বাচন কমিশনের নতুন আসন বিন্যাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

গতকাল শুক্রবার(১ জুলাই) এ মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী।

তিনি বলেন, “কুমিল্লা—১ আসন থেকে আপনাদের ভোটে পরপর তিনবার নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলেন বিএনপির শীর্ষ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা সরকার তাঁকে পরাজিত করার জন্য মেঘনাকে হোমনার সাথে যুক্ত করে অবৈধভাবে আসন পরিবর্তন করেছিল।”

তিনি আরও বলেন, “এখন সেই অবিচার সংশোধন করে আবার দাউদকান্দি—মেঘনা আসন পুনর্বহাল করায় আমরা আনন্দিত।” রমিজ উদ্দিন লন্ডনী জানান, আগামী ১০ আগস্ট গেজেট প্রকাশের মাধ্যমে এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং এর জন্য সবাইকে অপেক্ষা করার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এম মিজানুর রহমান, প্রফেসর শহিদুল ইসলাম, সাবেক কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক দিলারা শিরিন, সাবেক মেঘনা উপজেলা যুবদলের সভাপতি আতাউর রহমান ভূইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। বক্তারা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT