ঢাকা (দুপুর ১:৩২) সোমবার, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock সোমবার দুপুর ০৩:০৪, ৭ এপ্রিল, ২০২৫

“মার্চ ফর প্যালেস্টাইন” শ্লোগাণে ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্র-জনতার একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌর এলাকার শান্তির মোড় থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রবেশ দ্বার বিশ্বরোড মোড় এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

 

ঘন্টাব্যাপি চলা সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ছাত্র নেতা মামুন খান, কেন্দ্রিয় নেতা মনিরুল ইসলাম মনির, রবিউল ইসলাম, হেলাল উদ্দিন শেখ নাসিম, মাহিন খান, সাব্বির আহমেদ, শাহনেয়ামতুল্লাহ ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নওসেবা নওরিন নেহা প্রমুখ।

বক্তারা বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগীতায় ইসরায়েল নামক একটি কলঙ্কিত রাষ্ট্রের জঙ্গীরা হামলা চালাচ্ছে মুসলিমদের প্রাণের স্পন্দন ফিলিস্তিনে। তারা সেখানে নিরিহ মুসলিম জনতার ওপর নির্বিচারে বোমা বিষ্ফোরণ করে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে। ক্ষুধার্ত শিশুরা সেই ধ্বংসাবশেষের মধ্যেই খাবার খুঁজছে। না খেয়ে রাত্রি যাপন করছেন হাজার হাজার ফিলিস্তিনি নারী-শিশু-বৃদ্ধরা। মসজিদে আযান দিতে গিয়ে ইসরায়েলের বোমা বিষ্ফোরণে মোয়াজ্জিনসহ মৃত্যুবরণ করেছেন ফিলিস্তিনি মুসুল্লি। এতে বিশ্বের বিবেকবান মানুষ উদ্বেগ প্রকাশ করলেও, কান্না করলেও বিশ্ব নেতারা রয়েছেন চুপ।

কিন্তু বাংলাদেশের মতো একটি অনুন্নত দেশের বর্বর ইসরায়েলীদের সাথে অস্ত্র নিয়ে যুদ্ধ করার সামর্থ না থাকলেও ফিলিস্তিনের মুসলমানদের সাথে এক কাতারে দাঁড়িয়ে জিহাদ করার শক্তি রয়েছে। আর তাই ইসরায়লী পণ্য বর্জণ করে অতি দ্রæত ফিলিস্তিনের মুসলিম জনগণের পক্ষ নিয়ে বর্বর ইসরায়লীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য বিশ্বের মুসলিম দেশগুলোর প্রধানদের প্রতি আহ্বান জানান বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT