ঢাকা (রাত ৪:৫১) শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাল্য বিয়ের অপরাধে মোয়াজ্জিনসহ তিনজনের সাজা

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:০০, ১২ নভেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাল্য বিয়ে দেবার অপরাধে বিয়ের ১২ দিন পর বর ও কনের বাবাসহ এক মোয়াজ্জিনকে সাজা প্রদাণ করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এই সাজা দেয়া হয়। এ বিষয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, গত ৩০ অক্টোবর শুক্রবার মৃত আমজাদ আলীর ছেলে জেন্টু (৪৫) তার ৬ষ্ঠ শ্রেণীতে পড়–য়া ১১ বছর বয়সী মেয়ের সাথে পার্শ্ববর্তী  হোসেনভিটা গ্রামের আব্দুল মালেকের ছেলের সাথে গোপনে বিয়ে দেন। যা সরকারী নিয়মে বাল্য বিয়ে হিসেবে গণ্য হয়।

আর তাই বিয়ের ১২ দিন পর সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে এর সত্যতা পাওয়ায় সেখানেই আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বাল্য বিয়ে নিরোধ আইন/২০১৭ অনুযায়ী মেয়ের বাবা জেন্টু ও ছেলের বাবা আব্দুল মালেক

(৫৫) কে পৃথকভাবে এক বছর করে এবং বিয়ে পড়ানোর অপরাধে আলালপুর গ্রামের সহিমুদ্দীনের ছেলে মোয়াজ্জিন বারিউল ইসলাম (৩৭) কে ছয় মাসের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

এ সময় তিনি আরো বলেন, যদি বাল্য বিয়ের কোন সয়বাদ ২ বছর পরেও পাওয়া যায় সেক্ষেত্রেও অভিযুক্তদের কোন ছাড় দেয়া হবেনা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT