গ্রামীণ জীবন
নিজস্ব প্রতিনিধি বৃহস্পতিবার রাত ০১:৪৭, ২৯ এপ্রিল, ২০২১
গ্রামের মানুষ সহজ সরল
মোঃ বুলবুল হোসেন
গ্রামের মানুষ সহজ-সরল
কান কথাতে রয়,
কান নিয়াছে চিলে তোমার
রহিমের মা কয়।
ঘর থেকে বাহির হয় না
রাতে ভূতের ভয়,
মিলেমিশে থাকে সবাই
আপন কিংবা পর।
জামাই আসলে সবার বাড়ি
মাংস সেমাই ক্ষীর,
পাড়ার সকলে মেতে থাকে
বাড়ির মাঝে ভীড়।
বিহান বেলা তেলের পিঠা
গন্ধে মাখা গুড়,
আত্মীয় হয় আত্মার আত্মা
নয়তো বহু দূর।