ঢাকা (সকাল ১১:৩২) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


গৌরীপুরে উন্নয়ন মেলার উদ্বোধন

অন্যান্য ২২৪৮ বার পঠিত
গৌরীপুরে উন্নয়ন মেলার উদ্বোধন

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock সোমবার সকাল ১০:৩২, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়ন উদ্বাবনে স্থানীয় সরকার’ জাতীয় স্থানীয় সরকার’ এই শ্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

 

এর আগে মেলা প্রাঙ্গণ থেকে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

 

উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলো উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সোহেল রানাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। মেলায় সরকারি-বেসরকারি ৪০টি স্টল রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT