ঢাকা (রাত ১০:৪৭) বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরের পরিচ্ছন্নতাকর্মীর ১ দিনের ব্যবধানে করোনা নেগেটিভ

অন্যান্য ২২৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ১০:০৫, ১৫ মে, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:   মাত্র এক দিনের ব্যবধানে পুণরায় নমুনা পরীক্ষায় ময়মনসিংহের গৌরীপুরের পরিচ্ছন্নতাকর্মী আব্দুর রাজ্জাক শিমুলের (৩২) করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্টটি নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ
হাসপাতাল থেকে জানানো হয়েছে, গৌরীপুরের ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করে করোনার আলামত পাওয়া যায়নি। এর আগে গত ১৩ মে এ
হাসপাতাল থেকে পাঠানো রিপোর্টে তিনি করোনায় আক্রান্ত বলে জানানো হয়েছিল। পরদিন পুণরায় নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রবিউল ইসলাম জানান, আব্দুর রাজ্জাক শিমুল এ উপজেলার ভাংনামারী ইউনিয়নের সুতীরপাড় গ্রামের আরব আলীর ছেলে। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্লিনার হিসেবে কর্মরত আছেন। প্রতিদিন তিনি নিজ বাড়ি থেকে কর্মস্থলে যোগদান করতেন। অতিরিক্ত সতর্কতা হিসেবে ঈশ্বরগঞ্জ হাসপাতালে ৫ মে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার (১৩ মে) নমুনা পরীক্ষা শেষে কোন লক্ষণ
ছাড়াই ওই ব্যক্তির শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়। পরদিন বৃহস্পতিবার পুনরায় তার নমুনা পরীক্ষার পর রিপোর্ট নেগেটিভ আসে।
তিনি বলেন, করোনা শনাক্ত হওয়ার পর উল্লেখিত ব্যক্তির বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ও তাদের ৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ উপজেলায় ১৪ মে পর্যন্ত ১০০ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT