গাইবান্ধায় মমতা প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা শনিবার রাত ১১:১৭, ৪ সেপ্টেম্বর, ২০২১
গাইবান্ধার সদর উপজেলা পরিষদ হলরুমে গতকাল মমতা প্রকল্পের অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রাফিউল ইসলামের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা:মো: আকতারুজ্জামান।
উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হেলথ্ এন্ড ফ্যামিলি প্লানিং অফিসার ডা:খালিদ হাসান, উপজেলা ফ্যামিলি প্লানিং অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ রেদওয়ানুল ইসলাম সহ তিন ইউনিয়ন থেকে আসা উপসহকারী মেডিক্যাল অফিসার,এফ ডব্লিঊভি, এফপিআই, হেল্থ ইন্সপেক্টর,এফডব্লিউএ, সিএইচসিপি সহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, সেভ দ্যা চিলড্রেন এর ডা: শামিমা বিলকিছ, রমেন সরকার, মমতা প্রজেক্ট টীমের সদস্যবৃন্দ।
জানা গেছে, মমতা নামক নতুন এক প্রকল্প গাইবান্ধা জেলার ০৪ টি উপজেলার মা ও শিশু মৃত্যুর ঝুকি কমানোর প্রয়াসে নতুন এক সম্ভাবনাময়ের বার্তা নিয়ে শুরু করতে যাচ্ছে বেসরকারী সংস্থা এসকেএস ফাউন্ডেশন এর প্রকল্প বাস্তবায়ন এর মাধ্যমে।
মমতা প্রকল্প গাইবান্ধা জেলার ০৪টি উপজেলার ১০ টি ইউনিয়নে প্রাথমিক পর্যায়ে কার্যক্রম চলবে আর এই প্রকল্পের মেয়াদ কাল হবে ডিসেম্বর-২০২৩ সাল পর্যন্ত। মমতা প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহায়তা দিচ্ছেন সেভ দ্যা চিলড্রেন এবং কইকা নামক আন্তর্জাতিক সংস্থা।