গণতন্ত্র সুরক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ড. খন্দকার মারুফ হোসেন
হোসাইন মোহাম্মদ দিদার
শনিবার সকাল ০৮:৫৪, ১ নভেম্বর, ২০২৫
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, “গণতন্ত্রকে সুসংহত, সুরক্ষা ও টেকসই করতে হলে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
শুক্রবার( ৩১ অক্টোবর) বিকাল ৫ টায় উপজেলার গৌরীপুর বিএনপি’র দলীয় কার্যালয়ে নবগঠিত দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
তিনি আরও , বর্তমান সময়ে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা, ক্ষমতার লোভ এবং বিভাজনের রাজনীতি জাতিকে বারবার পিছিয়ে দিচ্ছে। তাই জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যই হতে পারে একমাত্র পথ।
ড. মারুফ বলেন, “গণতন্ত্র মানে কেবল নির্বাচন নয়, বরং মানুষের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচারের নিশ্চয়তা। এজন্য জাতীয় স্বার্থে সবাইকে হাত মিলাতে হবে, একে অপরের মতামতকে শ্রদ্ধা করতে হবে।”আসন্ন রাজনৈতিক প্রক্রিয়ায় দেশের সব গণতান্ত্রিক শক্তি দায়িত্বশীল ভূমিকা রাখবে এবং একটি অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিতে এগিয়ে আসবে।সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারে—এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। জাতীয় স্বার্থই গণতন্ত্রের ভিত্তি, আর সেই ভিত্তিকে শক্ত করতে হলে ঐক্যের বিকল্প নেই।”
উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আলাউদ্দিন আহম্মেদের সঞ্চালনায় ও আহবায়ক মো.মহিউদ্দিন সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,প্রধান বক্তা কুমিল্লা (উঃ) জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম সরকার,বিশেষ বক্তা: হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক এমএ লতিফ ভূইয়া,পৌর বিএনপি’র আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহম্মেদ ও সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম,কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আকন্দ ও সদস্য সচিব ভিপি মোঃ অহিদুজ্জামান মোল্লা প্রমূখ৷


