ঢাকা (সন্ধ্যা ৬:৩৯) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

খানসামায় মাটির ঘরের দেয়াল চাপায় চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বৃহস্পতিবার রাত ১০:২৫, ২৫ জুন, ২০২০

ভূপেন্দ্র নাথ রায়, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় মাটির দেয়াল ভেঙ্গে পড়ে চাপায় পলি আক্তার (১১) নামে চতুর্থ শ্রেনীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত পলি আক্তার ঐ এলাকার আমিনুল ইসলামের মেয়ে। ২৪ জুন বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার হোসেনপুর গ্রামের মন্ডল পাড়ায় এই ঘটনা ঘটে। প্রতিবেশী মান্নান খান জানান, রাত দুইটার দিকে প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাতের সময় বিছানায় শুয়ে থাকা অবস্থায় মাটির দেয়াল ধসে চাপা পড়ে ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। এ ঘটনায় মেয়েটির বাবা-মা ও ছোট ভাই সুস্থ রয়েছে। বিষয়টি জানতে পেরে সকালে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, পিআইও মাজহারুল ইসলাম ও ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, ঘটনাটি মর্মান্তিক। উপজেলা প্রশাসনের পক্ষে দ্রুত সময়ের মধ্যে নিহতের পরিবারের ঘর মেরামত করে দেওয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT