কিশোরগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আবদুস শাহিদ ভূঁইয়া’র ইন্তেকাল
মোঃ কামরুজ্জামান শুক্রবার রাত ১১:২০, ১২ জুন, ২০২০
রায়হান জামান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আবদুস শাহিদ ভূঁইয়া (৬৭) ইন্তেকাল করেছেন। শুক্রবার (১২ জুন) বিকাল ৪টা ৩৫ মিনিটে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আবদুস শাহিদ ভূঁইয়া’র গ্রামের বাড়ি মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধোবাজুড়া। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২০১৪ সালের ২৩ মার্চ অনুষ্ঠিত মিঠামইন উপজেলা পরিষদ নির্বাচনে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আবদুস শাহিদ ভূঁইয়া চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক। কিশোরগঞ্জে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।