কলারোয়ায় ছলিমপুরে গৃহবধুর আত্মহত্যা
মোঃ কামরুজ্জামান সোমবার রাত ০৮:৪৩, ৪ মে, ২০২০
আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় তামান্না খাতুন (২০) নামের এক গৃহবধূূ আত্মহত্যা করেছেন। সে সেনাসদস্য দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামের ইলিয়াস হোসেন উজ্জলের স্ত্রী। রাজাউন বাবু নামে তার ৯ মাসের এক শিশু সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে- রবিবার দিবাগত গভীর রাতে তার শিশুটি কান্নাকাটি করতে থাকায় তার কোন সাড়া না পাওয়ায়, পরিবারের স্বজনরা ঘরে গিয়ে দেখতে পায় শিশুটির মা গলায় ওড়না পেঁচানো অবস্থায় আড়ার সাথে ঝুঁলছে। এ ঘটনায় কলারোয়ায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, ‘লাশ মর্গে পাঠিয়েছি। ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে, গৃহবধূ তামান্না খাতুন আত্মহত্যা করেছে নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এনিয়ে এলাকায় নানান গুঞ্জন চলছে। আত্মহননকারীর পিতা একই উপজেলার দেয়াড়া গ্রামের মোঃ মধু ইসলাম জানান, “আমার মেয়ে আত্মহত্যা করতে পারেনা। আমি সঠিক তদন্তপূর্বক আমার মেয়ের ন্যায় বিচার চাই।”