কমলো সোনার দাম
ডেক্স রিপোর্ট রবিবার রাত ০২:৪৬, ২০ জুন, ২০২১
দেশের বাজারে সোনার দাম ভরিতে দেড় হাজার টাকা কমছে। রবিবার (২০ জুন) নতুন মূল্য কার্যকরের পর ২২ ক্যারেট সোনার দাম কমে হবে ৭১ হাজার ৯৬৭ টাকা ভরি।
শনিবার (১৯ জুন) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রাত সোয়া ৯টায় সোনার দাম কমানোর সিদ্ধান্ত জানিয়েছে।
নতুন দর কার্যকর হলে-২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭১ হাজার ৯৬৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ৪৯ হাজার ৭৪৭ টাকায়।
এদিকে গতকাল পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেট ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫১ হাজার ২৬৩ টাকায়।
তবে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। ২১ ও ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে ১ হাজার ৪৩৫ ও ১ হাজার ২২৫ টাকা। সনাতন পদ্ধতির রুপার ভরি ৯৩৩ টাকায় বিক্রি হবে।