ঢাকা (সন্ধ্যা ৬:২১) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

এ কোন ভুলের মাশুল দিতে হলো আমায়? কবি বুলবুল হোসেনের কবিতা “না”

কবি বুলবুল হোসেনের কবিতা "না"

সেলিম খান সেলিম খান Clock বুধবার রাত ১১:৩০, ৬ জানুয়ারী, ২০২১

একোন ভুলের মাশুল
দিতে হলো আমায়
ডাকের সারা পেতে হলো
“না” শব্দটায়।

হয়তো আমার ভালোবাসার মাঝো
রয়েছে বেজায় দূরত্বে
তাই হয়তো করতে চাওনা
আমার সাথে বন্ধুত্ব

তা নাহলে “না” শব্দটি
বলতেনা কোন অবস্থায়
ডাকের সারা পেতে হলো
“না” শব্দটায়।

হয়তো আমার প্রেমের ধরন

তোমার পছন্দ নয়
যে কারনে তোমার মাঝে
সদা লাজ সদা ভয়
তাই ভাবছি কারনে অকারনে
আর ডাকবো না তোমায়
ডাকের সারা পেতে হলে।
“না” শব্দটায়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT