ঢাকা (সন্ধ্যা ৬:০৭) শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

উলিপুরে বালু উত্তোলনের অভিযোগে ২টি ড্রেজার মেশিন জব্দ 

অন্যান্য ২২২৮ বার পঠিত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock রবিবার রাত ০৯:৪১, ৪ জুলাই, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে ভূগর্ভস্থ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইটি ড্রেজার (স্যালো) মেশিন জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার ধামশ্রেণী কাশিয়াগাড়ি এলাকায়।

জানা গেছে, ওই এলাকার মৃত একাব্বর আলীর পুত্র মমিনুল ইসলাম দীর্ঘদিন থেকে বাড়ি সংলগ্ন পুকুর থেকে বালু উত্তোলন করে জমি ভরাট করে আসছিল। অবৈধভাবে ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলনের কারণে এলাকার ঘরবাড়িসহ ফসলি জমি হুমকির মুখে পড়ায় এলাকাবাসী সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ করেন।

রবিবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মমিনুল ইসলামের দুইটি ড্রেজার (স্যালো) মেশিন জব্দ করেন।

এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT