ঢাকা (রাত ৪:৩৪) মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

উলিপুরে এক ব্যক্তির করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

অন্যান্য ২২৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ১১:১৯, ২০ এপ্রিল, ২০২০

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:     কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুরে  হোম কোয়ারেন্টাইনে থাকা টাঙ্গাইল ফেরত করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি, ও গলাব্যাথা নিয়ে শহিদুর রহমান(৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই মাস্টার পাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।

স্থানীয়  সূত্রে জানা যায়, ওই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র শহিদুর রহমান গত এক সপ্তাহ আগে টাঙ্গাইল থেকে বাড়িতে আসেন। এরপর থেকে তিনি জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যাথায় ভুগছিলেন।
শহিদুর রহমান এলাকায় আসার পর স্থানীয়রা তাকে হোম কোয়ারেন্টিনে রাখেন। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় গত রবিবার রাতে তিনি মারা যান।স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, শুনেছি শহিদুর টাঙ্গাইলের এক প্রবাসীর বাড়িতে কাজ করতেন। ওই প্রবাসী দেশে আসায় তাকে বাড়ি পাঠানো হয়। বাড়িতে আসার পর থেকে বাহিরে বের হননি। রবিবার রাতে তিনি মারা যান।

উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, সপ্তাহখানেক আগে তিনি টাঙ্গাইল থেকে বাড়িতে আসেন। জ্বর, সর্দি ও কাশি নিয়ে গত রবিবার রাতে তিনি মারা যান। আমরা তার,তার স্ত্রী শাহিদা বেগম ও মেয়ে শাকিলা খাতুন এর নমুনা সংগ্রহ করেছি।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের লোকজন নমুনা সংগ্রহ করে নিয়ম অনুযায়ী দাফন করেছে। স্থানীয়রা কেউ এগিয়ে আসেনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT