ঢাকা (দুপুর ১:৪৩) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


উলিপুরে আগুনে পুড়লো ৪ টি গরু ও ৬ টি ভেড়া,আর্থিক ক্ষতির পরিমাণ ১০ লক্ষাধিক

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বুধবার রাত ১১:১৪, ১০ মার্চ, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকান্ডে একই পরিবারের ৪টি গরু, ৬টি ভেড়াসহ ৩টি ঘর পুড়ে অঙ্গার হয়ে গেছে। এ সময় ১৪টি গরু এবং ১৩টি ভেড়া অগ্নিদগ্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (০৯ মার্চ) মধ্যরাত তিনটার দিকে উপজেলার চরবাগুয়া হকের চর গ্রামে।এতে পরিবারটি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

ভুক্তভোগি পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন সাহবের আলগা ইউনিয়নের চরবাগুয়া হকের চর গ্রামের বাসিন্দা আবুল কাশেম এর বাড়ির গোয়াল ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। চারিদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তার গোয়াল ঘর ভস্মিভূত হয়। এসময় তার গোয়াল ঘরে থাকা ১৮টি গরুর মধ্যে ৪ টি গরু ও ১৭টি ভেড়ার মধ্যে ৬টি ভেড়া পুরে অঙ্গার  হয়ে যায়। পরে প্রতিবেশিদের সহায়তায় ১৪টি গরু ও ১৩টি ভেড়া অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন। এর মধ্যে ৫টি গরুর অবস্থা আশংকাজনক। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।

বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারটির বাড়ি পরিদর্শন করেনন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আজিজ প্রধান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার। ঘটনাস্থল পরিদর্শন করে নগদ আর্থিক সহযোগিতা ও অগ্নিদগ্ধ গরুগুলো বাঁচাতে বিভিন্ন পরামর্শ দেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, প্রাণী সম্পদ কর্মকর্তাকে ক্ষয়ক্ষতির পরিমাণ তালিকা করতে বলা হয়েছে। চেয়ারম্যানকে বলে যেভাবে পারি ক্ষতিগ্রস্থ পরিবারটিকে সহায়তা করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT