ঢাকা (রাত ৩:১৮) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ঈদ পর্যন্ত বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

শিক্ষাঙ্গন ২৪৮৯ বার পঠিত

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock বৃহস্পতিবার দুপুর ০১:৪৩, ২৫ মার্চ, ২০২১

মহামারি করোনাভাইরাসের গত এক বছর ধরে বন্ধ ছিল দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ৩০ মার্চ খুলে দেওয়ার কথা থাকলেও একবারে ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার (২৫ মার্চ), বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গণহত্যা দিবস উপলক্ষে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর আয়োজনে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছুটির সাথে সমন্বয় করে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ঈদের পর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে।

বৃহস্পতিবার করোনাভাইরাস বিষয়ক জাতীয় কারিগরি কমিটির সাথে বৈঠকের পরে এ বিষয়ে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, সিদ্ধান্তটি আগামীকালের মধ্যে জানিয়ে দেওয়া হবে।

শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT