ঢাকা (সকাল ১০:০৯) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ইজিবাইক সহ মলম পার্টি ও চোরচক্রের ৩ সদস্যকে আটক করেছে শিবচর থানা পুলিশ

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock শনিবার ১২:৪৯, ১৩ মার্চ, ২০২১

মাদারীপুরের শিবচরে চোরাই ইজিবাইকসহ চোরচক্রের ৩ সক্রিয় সদস্যকে আটক করেছে শিবচর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাঁঠালবাড়ীর মতিয়ার রহমানের বাড়ির সামনে থেকে চোরাই ইজিবাইক ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলো- সুমন ফরাজী(৩৮), মিজানুর রহমান(৫৫), মোঃ রাসেল (৩৫)। এরা সকলেই আন্তজেলা চোরচক্র ও মলম পার্টি হিসেবে চিহ্নিত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গাড়ি চুরি মামলা রয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ীর এলাকায় নির্জন এলাকায় মতিয়ার রহমানের বাড়ির সামনে চোরাই গাড়ি ক্রয়-বিক্রয় করছিল আটককৃতরা। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁঠালবাড়ী এলাকা থেকে চোরাই ইজিবাইকসহ হাতেনাতে আটক করে শিবচর থানা পুলিশ। পরে শিবচর থানায় ৩জনের নামেই গাড়ি চুরির মামলা রজু করা হয়। শুক্রবার সকালে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়।

শিবচর থানা অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন জানান, আটককৃতরা বিভিন্ন স্থান থেকে ইজিবাইক ও বিভিন্ন গাড়ি চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গাড়ি চুরি মামলা রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT