ঢাকা (রাত ৯:৪৬) বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


আলাউদ্দিনকে সভাপতি ও পিয়াসকে সাধারণ সম্পাদক করে সহবতপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত

মো: শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল মো: শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল Clock রবিবার রাত ০২:৪২, ২৫ সেপ্টেম্বর, ২০২২

শনিবার বিকাল ৪টায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন করা হয়।

মো. আলাউদ্দিন আলাল ১২ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  মো: সাইফুল ইসলাম খান মানিক পেয়েছেন ৬ ভোট।

অপরদিকে সৈয়দ জিকরুল হাসান পিয়াস ১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মনির হোসেন পেয়েছেন ৮ ভোট।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-নাগরপুর উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম ও নাগরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান হবি। আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলার গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা।

নতুন এ কমিটি গঠনে ওয়ার্ড এবং ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে।

নতুন এ কমিটিতে স্থান পাওয়া নেতাদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছে এ কমিটিতে। আগামী দিনগুলিতে এ ধরনের কমিটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তারা আশা ব্যক্ত করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT