ঢাকা (সন্ধ্যা ৭:০৪) বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমার দেশ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০২:২৩, ২৯ নভেম্বর, ২০২১

আমার দেশ

শৈলেন্দ্র নাথ সরকার

 

বাংলার ফুল ফল

মাঠ ঘাট প্রান্তর,

বর্ষার ছলছল

নব যৌবনা জল,

দেখিতেই ভরে যায়

আমার এই অন্তর।

 

যে দিকে তাকাই

শুধুই দেখিতে পাই

সবুজের মেলা,

তারি মাঝে সকাল সাঁঝে

গড়ে তোলে কত পাখি

মিলন মেলা।

 

বাংলার মাঠে মাঠে

দেখ কত সোনা ফলে

অন্য কোথাও….কোনো দেশে ?

কে বলে  ?

কোথাও ফলে না,শুধু……

ফলে আমার স্বদেশে।

 

বাংলার সুবিস্তৃত সবুজের মেলায়

দেখ কত পাখি গান গায়,

উড়ে আসে ফিরে যায়

বাঙালির সাথে করে কুশলতা বিনিময়,

এত মঞ্জু মনোহর নহে অন্য কোন দেশ

এ যে প্রিয় জন্ম ভূমি, আমার স্বদেশ।

 

বাংলা মায়ের গর্ভে

কত রুপ রত্ন,

সবুজে সবুজে সাজা

যেন এক স্বপ্ন,

আত্ম-হারা আমি তাই গর্বে

এই দেশে মোর জন্ম।।


প্রচ্ছদ ও সম্পাদনাঃ রমেশ চন্দ্র সরকার




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT