ঢাকা (সন্ধ্যা ৬:০০) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আদিবা এর বশেমুরবিপ্রবি’তে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

রাসেল মুরাদ রাসেল মুরাদ Clock বুধবার রাত ০২:৪৫, ২০ অক্টোবর, ২০২১

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আলোর দিশা বাংলাদেশ (আদিবা) শাখার ২০২১-২২ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত (২৪ সেপ্টেম্বর) “আদিবা” বশেমুরবিপ্রবি শাখার ২০২১-২২ কার্যবর্ষের কমিটিতে ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষা বর্ষের শিক্ষার্থী মোঃ করিমুল হককে সভাপতি পদে এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং  বিভাগের ২০১৭-১৮ শিক্ষা বর্ষের শিক্ষার্থী আবুল হাসনাত পিয়ালকে  সাধারন সম্পাদক পদে অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেখ মিলন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বাংলা বিভাগের মোঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইতিহাস বিভাগের এস এম হাসান, প্রচার সম্পাদক ইতিহাস বিভাগের সিনথিয়া সুমি, দপ্তর সম্পাদক ইতিহাস বিভাগের সাইদুর রহমান (সাঈদ), মিডিয়া ও ডকুমেন্টেশন বিষয়ক সম্পাদক ইতিহাস বিভাগের রাতুল হাসান, শিক্ষাঋণ- আর্থিক সহায়তা ও বৃত্তি বিষয়ক সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জারিন সুলতানা, অর্থ সম্পাদক ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মোঃ মিনহাজ,  সহ-অর্থ সম্পাদক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাগর সিকদার,তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক বাংলা বিভাগের সৌরভ বিশ্বাস, প্রকাশনা বিষয়ক সম্পাদক বাংলা বিভাগের সাদিকুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক ইতিহাস বিভাগের আশা হোসেন দৃষ্টি এবং লাইব্রেরী বিষয়ক সম্পাদক ইতিহাস বিভাগের নাহিদুল ইসলাম নাহিদ।

উল্লেখ্য, আলোর দিশা বাংলাদেশ(আদিবা) গত দুই বছর যাবত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, বিনামূল্যে বই পড়া কার্যক্রম ও সুদ/ মুনাফা মুক্ত আর্থিক সহায়তা সহ বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT