ঢাকা (রাত ১:৪৯) বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

টিফিনের টাকায় শিশুদের ঈদের নতুন পোশাক উপহার দিলো লাল-সবুজ

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শনিবার বিকেল ০৫:৪৯, ২৯ মার্চ, ২০২৫

স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে শনিবার (২৯মার্চ) সকালে গৌরিপুর সাফিন চক্ষু চিকিৎসালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দেওয়া হয়েছে।

 

শিশুদের ঈদ উপহার বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের দাউদকান্দি শাখার সভাপতি ডা. সফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন— সংগঠনের উপদেষ্টা মোঃ আলী আজম, অবসরপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. আশরাফ উদ্দিন নিলয়, উত্তরা মাইলস্টোন কলেজের প্রভাষক কামাল হোসেন, আফসার উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বোরহান উদ্দিন মোল্লা, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়া, অর্থ সম্পাদক সাইদুল হাসান শাকিল, ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, দাউদকান্দি শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, দেবিদ্বার শাখার সাধারণ সম্পাদক ইয়াছীন মুন্সি, সহ সাংগঠনিক সম্পাদক আনিস সরকার প্রমুখ।

 

সংগঠনের সদস্যরা জানান, সংগঠনটির সকল সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তারা নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের মুখে হাঁসি ফুটাতে ঈদের এই নতুন জামা উপহার দিচ্ছেন। গত তিনদিন ধারাবাহিক এই কার্যক্রমের মাধ্যমে এক হাজার সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা উপহার দিবেন তারা।

 

লাল-সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, গত ১৪ বছর ধরে টিফিনের টাকা বাঁচিয়ে সুুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান, শিক্ষা উপকরণ বিতরণ ও ঈদের নতুন পোশাক উপহার বিতরণ করে আসছেন তারা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT