ঢাকা (ভোর ৫:২৭) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আদমদীঘিতে অভিনব কায়দায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock শুক্রবার রাত ০৯:৪৭, ৮ জানুয়ারী, ২০২১

বগুড়ার আদমদীঘিতে ১০০ বোতল ফেনসিডিলসহ আকতারুল ইসলাম (২২) ও হৃদয় (২০) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আকতারুল চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসার্ট কাঠগড় গ্রামের শাজাহান আলী সাজুর ছেলে ও হৃদয় মোবারকপুর (মুনসিটোলা) গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ‘সান্তাহার’ সার্কেলের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দীন জানান, বগুড়াগামী সিএনজি চালিত অটোরিকশায় বেশ কিছু ফেনসিডিল পরিবহন করা হচ্ছে। এমন সংবাদে বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার ইন্দইল ইত্তেহাদ প্লাষ্টিক ফ্যাক্টারির সামনে সিএনজিটির গতিরোধ করে তল্লাশী চালানো হয়। এসময় সিএনজির পিছনের চাকার ডালায় প্লাষ্টিক রশি দিয়ে কৌশলে বেধে রাখা ১০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ চালক ও যাত্রী বেশে মাদক বহনকারিদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT