ঢাকা (রাত ১২:২৯) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লোহাগড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগকারী নারীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:০২, ২১ নভেম্বর, ২০১৯

এসকে,এমডি ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী সেই নারী(২৩)সংবাদ সম্মেলন করে ওই
ঘটনা ব্যাক্তিগত আক্রোশ ও কুচক্রী মহলের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন। বৃহস্পতিবার(২১ নভেম্বর) দুপুরে লোহাগড়া বাজারস্থ সাংবাদিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ওই নারী তার বক্তব্যে বলেন, লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের মৃত আবু সাইদ সরদারের ছেলে পুলিশ কনস্টবল আল-মামুন সরদারের বাড়িতে দীর্ঘদিন ধরে আমি আমার শিশুদের নিয়ে ও আমার মাকে নিয়ে ভাড়া থাকতাম। বেশ কিছুদিন হলো ঘরভাড়ার টাকা নিয়ে আমার সাথে আল-মামুনের বিরোধ শুরু হয়।

ওই বিরোধের জের ধরে আমি স্থানীয় কয়েকজন দুষ্টু লোকের পরামর্শে আল-মামুন সরদারের নামে মিথ্যা ধর্ষণের অভিযোগ আনি। কতিপয় দুষ্টু লোকের পরামর্শে ধর্ষণের কথা বলায় এখন দেখছি আমি ও আমার পরিবারই ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমি আমার পূর্বের বক্তব্য স্বজ্ঞানে কারো প্ররোচনা ছাড়াই প্রত্যাহার করছি।

আমি অন্যসব নারীরর মত স্বাভাবিকভাবে বাঁচতে চাই। সংবাদ সম্মেলনে সমাজসেবক শেখ শফিকুজ্জামান, পিকুল শেখ, আমিরুল সরদার, তৌহিদ সরদার উপস্থিত ছিলেন। ওই নারী বিভ্রান্তিকর তথ্য প্রচারের জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT