ঢাকা (দুপুর ২:০০) মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

দাউদকান্দি মেঘনা-গোমতী ব্রীজের নিচ থেকে টাইম বো’মা সনাক্ত

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock মঙ্গলবার দুপুর ০২:০০, ৯ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা নিচ থেকে বোমা সদৃশ (টাইমার বোম) একটি বস্তু উদ্ধার করেছে সেনাবাহিনী।

 

শনিবার (০৮ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত প্রায় ১১টার দিকে ৩ ইবি আর্মি ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রিজের নিচ থেকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে।

সেনাবাহিনী টহল দলের সদস্যরা জানান, হাতবদলের ঠিক সময় লক্ষ্য করে তারা অভিযান পরিচালনা করলে সেখানে বোমা সদৃশ একটি প্যাকেট দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিক দাউদকান্দি মডেল থানাকে জানানো হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কুমিল্লা বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের ডিভাইস সেখানে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।তদন্তের জন্য পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে দাউদকান্দি মডেল থানার পুলিশের সদস্যরা জায়গাটি আশপাশের এলাকা নিরাপত্তার আওতায় রেখেছে।

 

খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন দাউদকান্দি সার্কেলের এএসপি ফয়সাল তানভীর, দাউদকান্দি মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এম আব্দুল হালিম।

 

 

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম জানান, “বস্তুটি দেখতে টাইম বোমার মতো মনে হলেও আমরা এখনো বলতে পারছিনা সেনাবাহিনী এটা উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা করছে।সেনাবাহিনীর ডিসপোজাল ইউনিট এসে বোমাটি ডিসপোজাল করবে বলে তিনি জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT