ঢাকা (রাত ৮:২৫) শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বিএনপি ক্ষমতায় আসলে বেকারত্ব দূর করা হবে: ড. মারুফ হোসেন

বিএনপি ২৪ বার পঠিত

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শনিবার সন্ধ্যা ০৭:০৯, ৬ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর নির্বাহী কমিটির সদস্য ড. মারুফ হোসেন বলেছেন,

বিএনপি ক্ষমতায় আসলে বেকারত্ব দূর করা হবে। শিক্ষিত বেকারদের চাকরি ও কর্মসংস্থান করা হবে। নির্বাচনের আগের একটি দল বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টায় লিপ্ত রয়েছে৷

 

শনিবার (০৬ ডিসেম্বর )বিকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা)আসনের বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ড বিএনপির,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দৌলতপুর বৌ বাজারে নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি৷

 

তিনি বলেন, “নির্বাচনের আগ মুহূর্তে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নেওয়ার জন্য একটি দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের মূল লক্ষ্য হলো নির্বাচনী পরিবেশ অস্থির করে নির্বাচন বানচাল করা।”

 

ড. মারুফ হোসেন বলেন, “জনগণ এখন অনেক সচেতন। বিভ্রান্তি ছড়িয়ে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। আমরা বিশ্বাস করি—দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়।”

 

তিনি আরো বলেন,ফ্যাসিস মুক্ত বাংলাদেশে সকলের যে প্রত্যাশা নির্বাচন সেই নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি৷ এই দেশের মানুষ ভোট দেওয়ার জন্য অধির আগ্রহে বসে আছে,সেই কাংখিত নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারীর প্রথমার্ধে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনারা সবাই মিলে ভোট দিয়ে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করবেন৷

 

 

 

 

ড. মারুফ বলেন,

ড. মোশাররফ এমপি হলে মন্ত্রী হবে। দাউদকান্দিতে মেডিকেল কলেজ হবে, দাউদকান্দিকে জেলা করা হবে। আপনারা আমাদের একটি ভোট দিন। আমরা আগামী ৫ বছর আপনাদের নিরাপত্তা দিব ইনশাল্লাহ। দাউদকান্দিতে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক নির্মূলে সকল পদক্ষেপ নেওয়া হবে। উন্নয়ন অগ্রযাত্রায় আমরা কাজ করব।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার৷

 

পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরীর সঞ্চালণায় ও ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের আরো বক্তব্য রাখেন,সাবেক উপজেলা বিএনপির সভাপতি একেএম সামছুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ ছাত্তার প্রমূখ৷

পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শওগাত চৌধুরী পিটার, পৌর সেচ্ছসেবক দলের সদস্য সচিব জামাল হোসেন মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার প্রমুখ।

এর আগে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

এ সময় দাউদকান্দি পৌর বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন৷




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT