একমাত্র জামায়েত ইসলামীই পারবে এ দেশকে দুর্নীতিমুক্ত করতে: বাহলুল
হোসাইন মোহাম্মদ দিদার
বৃহস্পতিবার সকাল ০৮:৪৫, ৪ ডিসেম্বর, ২০২৫
দাউদকান্দি জামায়েত ইসলামীর আমির ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুল বলেছেন,
একমাত্র জামায়েত ইসলামীই পারবে এ দেশকে দুর্নীতিমুক্ত করতে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড মডেল মসজিদের সামনে দাউদকান্দিতে জামায়াত ইসলামীর “রান উইথ বাহলুল” কর্মসূচির প্রাক্কালে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি জনগণের ভোটে জামায়াত ইসলামী ক্ষমতায় আসে তাহলে এ দেশ হবে শান্তির দেশ।এদেশ মুক্ত হবে দুর্নীতির রাহুরদশা থেকে। বিগত দিনে যারাই ক্ষমতায় এসেছে দেশের অর্থ লোপাট করে বিদেশে অঢেল সম্পদ ও বাড়ি গাড়ি করেছে। লাখলাখ কোটি ডলার লুট করে দেশকে নিঃস্ব করেছে।
মনিরুজ্জামান বাহলুল আরও বলেন,দেশের বর্তমান প্রেক্ষাপটে গণমানুষের অধিকার নিশ্চিত করতে হলে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে। তিনি মনে করেন,ইনসাফভিত্তিক আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত হলেই প্রকৃত সুশাসনের পথ প্রশস্ত হবে।
রান ইউথ বাহলুল ‘ কর্মসূচির অংশ হিসেবে একটি বিশাল মিছিল মডেল মসজিদ থেকে শুরু হয়ে পৌরসদরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে পূনরায় মডেল মসজিদে এসে শেষ হয়৷
এসময় কয়েক সহস্রধিক নেতা-কর্মী এবং সমর্থকসহ উপস্থিত ছিলেন,
পৌর জামায়েত ইসলামী আমির আবুল কাশেম প্রধানিয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা জামায়েত ইসলামী আইনবিষয়ক সম্পাদক অ্যাড. মোখলেসুর রহমান, উপজেলা জামায়েত ইসলামী এ্যাসিটেন্ট সেক্রেটারি কাউসার আলম,
পৌর যুববিভাগের সভাপতি রেজাউল হক সরকার, সেক্রেটারি সাংবাদিক তৌফিকুল ইসলাম রুবেল।


