ঢাকা (রাত ১:২১) শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বিএনপি মানেই ঐক্যবদ্ধ শক্তি: ড.মারুফ হোসেন

বিএনপি ২৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock শুক্রবার রাত ১১:৪৭, ৫ ডিসেম্বর, ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, বিএনপি মানেই ঐক্যবদ্ধ শক্তি। আর ঐক্যবদ্ধ শক্তির বিজয় সুনিশ্চিত।

এ নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হলে আমাদের ভেতরের বিভক্তি দূর করে একসাথে কাজ করাই সবচেয়ে জরুরি৷

 

শুক্রবার (০৫ ডিসেম্বর) রাত ৭ টা ৪০ মিনিটে ড. খন্দকার মারুফ হোসেন তাঁর ভেরিফাই ফেসবুক পোস্টে এক প্রতিক্রিয়ায় বলেন,কুমিল্লা- ১ তথা দাউদকান্দি উপজেলা, দাউদকান্দি পৌর এবং মেঘনা উপজেলার বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি আমার হৃদয় থেকে অনুরোধ—

 

আসুন সব ভুল-বোঝাবুঝি পেছনে ফেলে আমরা নতুন করে ঐক্যের ভিত্তিতে সামনে এগিয়ে যাই। সামনে নির্বাচন, আর এ নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হলে আমাদের ভেতরের বিভক্তি দূর করে একসাথে কাজ করাই সবচেয়ে জরুরি।

 

ড.খন্দকার মারুফ হোসেন তাঁর ভেরিফাই ফেসবুক পোস্টে আরো লিখেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া,জনাব তারেক রহমান ও ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখে চলুন আমরা সবাই আবার এক কাতারে দাঁড়াই এবং ধানের শীষকে বিজয়ের মুকুট পরিয়ে ঘরে ফেরার দৃঢ় প্রতিশ্রুতিই হোক আমাদের পথচলার শক্তি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT