ইকবাল হাসান, নড়াইল
মঙ্গলবার সকাল ১১:০৬, ১০ জানুয়ারী, ২০২৩
নড়াইলের লোহাগড়া থানায় আবারও পুলিশের জালে ৩ ডাকাত ধরাশায়ী। এঘটনায় লোহাগড়া থানায় কেয়া খানম বাদী হয়ে একটি ডাকাতি মামলা রজু করা হয়েছে, যার নং ২০/১৮ জুন ২০২১।
মামলা সুত্রে জানাযায় গত ১৬ জুন ২০২১ তারিখে কালনা গ্রামের আরিফুর রহমান ( পলাশ মুন্সি)’র বাড়িতে গভীর রাতে দূধর্ষ ডাকাতি সংগঠিত হয়। ডাকাতরা দালানের গ্রীলের তালা ভেংগে দালানে ঢুকে আনুমানিক ১ লাখ ৪০ হাজার নগদ টাকা সহ মালামাল ও ২ টি টাচ ফোন নিয়ে যায়। এসময় বাদীর বোন হিরা বেগম ডাক চিৎকার করলে তাকে কুপিয়ে যখম করে। ডাকাতরা লোকজনের আগমন টেরপেয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।
টাচ ফোনের ইএমই নং দিয়ে পুলিশের উন্নত প্রযুক্তি ব্যবহার করে ডাকাতদের সনাক্ত করতে সক্ষম হয়ে নড়াইল জেলার পুলিশ সুপারের নির্দেশে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের তত্বাবধানে গত ৮ জানুয়ারি ২০২৩ তারিখ গভীর রাতে ইন্সপেক্টর আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে এস আই অমিত বিশ্বাস, রাজিবুল সহ পুলিশের ২ টি আভিযানিক দল রাতে ও দিনে অভিযান পরিচালনা করে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নোয়াগ্রামের মোঃ ওয়াদুদ শেখের ছেলে আব্দুর নূর তুষার (২৩), আব্দুর রাজ্জাক শেখের ছেলে মোঃ সিজু ওরফে সাজ্জাদ ও মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ জসিম খান (২৩) কে গ্রেপ্তার করে।
সুত্রে আরো জানাযায় এই ডাকাত দলের টার্গেট ছিলো পুরুষ শুন্য প্রবাসীর বাড়ি। এমনকি তারা ডাকাতি শেষে কোন কোন সময় ধর্ষণে লিপ্ত হতো। আব্দুর নুর তুষারের নামে নড়াইল জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।
এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।